PRESS RELEASE

০শে নভেম্বর, বেলা ২টোয় . এম. বাইপাস বেলেঘাটা কানেক্টরের সাই কমপ্লেক্সের সামনে সারদাকাণ্ডে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার, আমানতকারীদের অর্থফেরতের দাবিতে প্রতিবাদী মিছিলে বিশিষ্ট নাগরিকদের ওপর বর্বর পুলিশি হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ বিধাননগর কমিশনারেটে পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন 
দাবিসমুহঃ 

অবিলম্বে সারদা কাণ্ডে অভিযুক্ত তৃনমূল নেতৃত্বদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

সারদা গোষ্ঠীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে

সমাজের বিশিষ্ট নাগরিকদের উপর বিধান নগর পুলিশ কমিশনারেটের দপ্তরের সামনে পুলিশি বর্বর হামলার বিরুদ্ধে জানাই তীব্র ধিক্কার 

ধন্যবাদান্তে,

দেবজ্যোতি দাস (সম্পাদক)

মধুজা সেন রায় (সভাপতি)